Man United vs Man City | রেড ডেভিলসদের কাটলো দীর্ঘদিনের খরা! পিছিয়ে পড়েও ম্যাঞ্চেস্টার সিটিকে পরাস্ত করলো ম্যান ইউনাইটেড
ম্যাঞ্চেস্টার ডার্বিতে এক গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ম্যান ইউনাইটেড ২:১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে পরাস্ত করল।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে এক গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ম্যান ইউনাইটেড ২:১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে পরাস্ত করল। কোচ হিসেবে প্রথম ডার্বিতেই জয় পেয়েছেন রুবেন আমোরিম। ম্যাচের ৮৭ মিনিট অবধি এক গোলে হারছিল ম্যান ইউ। তবে ২ মিনিটের ঝড়ে দুই গোল করে ম্যাচ ছিনিয়ে নেয় তারা। রবিবার এই জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বর স্থানে আছে ম্যান ইউনাইটেড। আর এই হারে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যান সিটি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ম্যানচেস্টার সিটি
- ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানস