মোষ পাচারকারী সন্দেহে বিহারে পিটিয়ে খুন, ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Friday, December 18 2020, 11:23 am
Key Highlightsমোষ পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিহারে। বুধবার ঘটনাটি ঘটেছে রাজধানী পটনায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মহম্মদ আলমগীর নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় ফুলওয়ারি শরিফের কাছে। তাঁকে বেশ কিছু সময় ধরে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আলমগীরের। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তল্লাশি চালিয়ে ৬ অভিযুক্তকে গ্রেফতার করে তারা।