Gurugram | প্রতিনিয়ত কটূক্তি করতো সহকর্মী, কর্মক্ষেত্রেই তাকে কুপিয়ে খুন করলেন যুবক
অফিসে প্রতিনিয়ত কটূক্তি শোনাতেন সহকর্মী, অতিষ্ঠ হয়ে কর্মক্ষেত্রেই তাঁকে খুন করলেন ব্যক্তি।
অফিসে প্রতিনিয়ত কটূক্তি শোনাতেন সহকর্মী, অতিষ্ঠ হয়ে কর্মক্ষেত্রেই তাঁকে খুন করলেন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৫৩তে। পুলিশ সূত্রে খবর, গেস্ট হাউজকিপার হিসেবে কাজ করতেন ২৬ বছরের বিহারের বাসিন্দা দলীপ কুমার ও অসমের বাসিন্দা অর্জুন। দলীপ নাকি রোজ অর্জুনকে নানান কটূক্তি করতেন। ২২ বছরের ওই যুবক এত অপমানিত হয়েছে শেষমেশ শনিবার দলীপকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।