‘লাভ জেহাদ’- এর অভিযোগে যোগী রাজ্যে ফের গ্রেফতার ১ যুবক
Thursday, December 17 2020, 8:26 am
Key Highlightsগত নভেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘লাভ জেহাদ’ আটকাতে ধর্মান্তরণ বিরোধী অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করেছিলেন। ‘লাভ জেহাদ’ অপরাধে ফের গ্রেফতার হলেন সাকিব নামে এক যুবক। উত্তরপ্রদেশের বিজনোরের পুলিশ সুপার সঞ্জয় কুমার-এর দেওয়া তথ্য অনুযায়ী, ধামপুর এলাকার বাসিন্দা এক দলিত তরুণীকে সাকিব নামের এক যুবক নিজের পরিচয় গোপন রেখে আলাপ করে। এরপরই প্রথমে অপহরণ করে জোর করে ধর্মান্তরণ করে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সাকিবকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ধর্মান্তরণ বিরোধী আইনের পাশাপাশি তফসিলি জাতি-উপজাতি আইনেও মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়েছে।
- Related topics -
- উত্তরপ্রদেশ
- লাভ জেহাদ
- গ্রেফতার
- ভারতবর্ষ

