Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Wednesday, April 16 2025, 8:40 am

আজ নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেন, ইমামদের ওয়াকফ মিটিংয়ে একাধিক ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে বৈঠক সমাবেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেন, ইমামদের ওয়াকফ মিটিংয়ে একাধিক ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে বৈঠক সমাবেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ, মালদহে যে হিংসার ঘটনা ঘটে, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, যাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাঁদের বাংলার আবাস প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে। এছাড়াও ওই হিংসার ঘটনায় সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে,BSFর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মুর্শিদাবাদ
- ওয়াকফ বিল
- বিক্ষোভ
- মমতা ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ সরকার
- রাজ্য সরকার