Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!

Wednesday, April 16 2025, 8:40 am
highlightKey Highlights

আজ নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেন, ইমামদের ওয়াকফ মিটিংয়ে একাধিক ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে বৈঠক সমাবেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আজ নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেন, ইমামদের ওয়াকফ মিটিংয়ে একাধিক ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে বৈঠক সমাবেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ, মালদহে যে হিংসার ঘটনা ঘটে, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, যাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাঁদের বাংলার আবাস প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে। এছাড়াও ওই হিংসার ঘটনায় সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে,BSFর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File