Mamta Kulkarni | মস্তক মুণ্ডনে রাজি নন, মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিস্কৃত মমতা কুলকার্নি!
প্রথা অনুযায়ী নিজের মস্তক মুণ্ডন (ন্যাড়া) করাতে রাজি হননি মমতা কুলকার্নি, যার ফলে তাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংসারের মোহ মায়া ত্যাগ করে এবার মহাকুম্ভে সন্ন্যাস নিয়ে সম্প্রতি লাইমলাইটে উঠে এসেছেন একদা বলিউড তারকা মমতা কুলকার্নি। তবে অল্প দিনেই সে পদ থেকে বহিষ্কৃত হলেন তিনি। জানা গিয়েছে, প্রথা অনুযায়ী নিজের মস্তক মুণ্ডন (ন্যাড়া) করাতে রাজি হননি মমতা কুলকার্নি, যার ফলে তাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সন্ন্যাস গ্রহণ করলে মস্তক মুণ্ডন সহ একাধিক নিয়ম মানতে হয়। কিন্তু বাকি নিয়ম মানলেও মস্তক মুণ্ডন করতে রাজি হননি মমতা কুলকার্নি। এর ফলেই তাকে বহিষ্কার করা হয়েছে।