হাইকোর্ট জানাল, দূর্গা পুজোর মতন কালী পূজোতেও অসাধারণ কাজ করুক রাজ্য' !
Thursday, November 5 2020, 9:59 am
Key Highlightsকরোনার কারণে কালীপুজো, কার্তিকপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজো ও বড়দিনেও কড়াকড়ি অব্যাহত রাখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া এই মামলার শুনানি করার সময় জানান যে রাজ্য সরকার দূর্গা পুজোতে খুব ভালো কাজ করেছে ও সরকারের ইতিবাচক পদক্ষেপের জন্য দূর্গা পুজোর পর করোনা তেমন বাড়তে পারেনি।আরও জানান, কালীপূজোতে দূর্গা পুজোর মতন বিধি নিষেধ পালন করতে হবে।
- Related topics -
- রাজ্য
- হাইকোর্ট
- মমতা ব্যানার্জী
- দুর্গাপুজো
- কালীপূজা
- করোনা ভাইরাস

