রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, মুখ্যমন্ত্রী পদে ১দশক পূর্তিতে ঘোষণা মমতার
Thursday, May 20 2021, 9:41 am

আজ ১০ই মে, ঠিক ১০ বছর আগে ২০১১ সালে আজকের দিনেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য তিনিই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আজ মাননীয়া মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, "১০ বছর আগে এই দিনেই প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নতুন পথে যাত্রা শুরু করেছি। আমার প্রতি অবিচল আস্থা এবং আশীর্বাদের জন্য মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাকে উচ্চতর অবস্থানে পৌঁছে দেব। "
- Related topics -
- রাজ্য
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী