Mamata Banerjee | বিধানসভায় তুমুল অশান্তি, ওয়েলে নেমে নিজের দলের বিধায়কদের শান্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা
Thursday, September 4 2025, 3:53 pm

নিজের আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন খোদ মুখ্যমন্ত্রী। পরিস্থিতি শান্ত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার। আলোচনার গোড়াতেই বিজেপি বিধায়করা স্লোগান তুলতে থাকেন, ‘ওয়ান টু থ্রি ফোর/ তৃণমূলে সবাই চোর’। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, ”ওয়ান টু থ্রি ফোর/ বিজেপি সব থেকে বড় চোর।” মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তুমুল হইহট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা নিজের আসন ছেড়ে ওয়েলে নেমে প্রতিবাদ দেখাতে থাকেন শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, রত্না দে নাগ, অসীমা পাত্র, উত্তরা সিংহরায়রা। পরিস্থিতি সামলাতে বিধায়কদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, নিজেদের আসনে বসেই স্লোগান তুলে সরব হতে হবে।