Arup Biswas | মমতার হাতে এবার ক্রীড়াদপ্তর, গৃহীত হলো অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র!

আপাতত ক্রীড়াদপ্তর মমতা নিজের হাতেই রাখবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে অরূপকে।
গৃহীত হলো অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র। যুবভারতীতে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় অরূপ বিশ্বাসকে। এদিকে মঙ্গলবার সকালেই শোকজ়ের চিঠি ধরানো হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বিধাননগরের সিপি মুকেশ কুমারকে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসিপিকেও। এই আবহেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অরূপ বিশ্বাস। এবার পদত্যাগের ইচ্ছায় সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ক্রীড়াদপ্তর মমতা নিজের হাতেই রাখবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে অরূপকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- কেন্দ্রীয় মন্ত্রী
