Mamata Banerjee | প্রধানমন্ত্রীর আগেই নদিয়ায় সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে শনিবার নদিয়ার জেলা সদরে গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
সামনেই বিধানসভা নির্বাচন। বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে জনসভা করতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদির আগেই নদিয়ায় সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। শনিবার নদিয়ায় গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে মঞ্চস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের পথ সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি।
- Related topics -
- রাজ্য
- নরেন্দ্র মোদি
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- নদীয়া
