খেলাধুলা

Juyel Sarkar | জাতীয় গেমসে তিরন্দাজিতে সোনা! বাংলার মুখ উজ্জ্বল করলেন মালদহের জুয়েল সরকার!

Juyel Sarkar | জাতীয় গেমসে তিরন্দাজিতে সোনা! বাংলার মুখ উজ্জ্বল করলেন মালদহের জুয়েল সরকার!
Key Highlights

উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮ তম জাতীয় গেমসের আসরে তিরন্দাজিতে রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জেতেন মালদহের বাসিন্দা জুয়েল।

তিরন্দাজিতে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন জুয়েল সরকার। উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮ তম জাতীয় গেমসের আসরে তিরন্দাজিতে রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জেতেন মালদহের বাসিন্দা জুয়েল। বৃহস্পতিবার জাতীয় গেমসের ফাইনালে ইন্দ্রচন্দ্র স্বামীর মুখোমুখি হয়েছিলেন বঙ্গ তনয়। সেখানে ৬:২ ব্যবধানে জয় পান জুয়েল। এটি জাতীয় স্তরে তাঁর প্রথম পদক। ফাইনালের আগে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যথাক্রমে জয়ন্ত তালুকদার এবং তরুণদীপ রাইয়ের মতো অলিম্পিয়ানদের পরাজিত করেন তিনি। জুয়েলের এই নজিরের জন্য তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা।