রাজ্যমালদহের সুজাপুরের বিস্ফোরণে মৃত আরও ১, পৌঁছলো রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স !
মালদহের সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি প্লাস্টিক কারখানায় বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এতটাই তীব্র বিস্ফোরণ যে কারখানার ছাদ উড়ে ২০ ফুট উঁচুতে একটি গাছে আটকে যায়, ঘরের পাঁচিল ধসে গিয়েছে, মেশিনটি যেখানে ছিল সেখানে বড়সড় গর্ত তৈরি হয় এবং কিছু দেহ বা দেহাংশ বিস্ফোরণ স্থল থেকে প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়েছে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৫ জন শ্রমিকের মৃত্যু হয় এবং আবু সায়েদ নামে কারখানার এক মালিককে কলকাতায় নিয়ে আশার সময় মারা যান। আজ সকালে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স পৌঁছেছে। দমকলের প্রাথমিক সূত্রে ধারণা, ওই মেশিনটি থেকেই এই ঘটনা ঘটেছে।