Malaria Test | ম্যালেরিয়া শনাক্ত করতে লাগবে না রক্তপরীক্ষা! আবিষ্কার হলো 'বিকল্প' লেজ়ার ও আলট্রাসাউন্ড প্রযুক্তির মিশ্র পদ্ধতি
Monday, November 11 2024, 6:17 pm

মশাবাহিত রোগ, ম্যালেরিয়া শনাক্ত করতে আবিষ্কার হলো রক্তপরীক্ষার বিকল্প!
মশাবাহিত রোগ, ম্যালেরিয়া শনাক্ত করতে আবিষ্কার হলো রক্তপরীক্ষার বিকল্প! ‘নেচার কমিউনিকেশনস’ বিজ্ঞানপত্রিকায় এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, ম্যালেরিয়া শনাক্ত করার ক্ষেত্রে রক্তপরীক্ষার বিকল্প হিসেবে আবিষ্কার হলো বিশেষ ধরনের লেজ়ার ও আলট্রাসাউন্ড প্রযুক্তির মিশ্র পদ্ধতি। এতে সময় লাগে নামমাত্র, রোগ চিহ্নিতকরণও হয় প্রায় নিখুঁত। এছাড়া খরচও নাগালেই বলে দাবি গবেষকদের। যদিও এই আবিষ্কার নিয়ে আরও বিস্তারিত সমীক্ষা ও গবেষণার দাবি জানাচ্ছেন চিকিৎসকরা।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।