ছেলে আরহান-এর ১৮ তম জন্মদিনে প্রাক্তন স্বামীর সাথে ছবি শেয়ার করলেন মালাইকা অরোরা !
Monday, November 9 2020, 2:38 pm
Key Highlights১৮ বছরে পা দিল মালাইকা অরোরা ও আরবাজ খানের ছেলে আরহান খান। প্রসঙ্গত, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে ২০১৭ সালে মালাইকা ও আরবাজের ১৯ বছরের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু মালাইকা কখনোই খান পরিবার সংক্রান্ত কোনো কথা বলেননি। এমনকি তিনি জানিয়েছেন, আরবাজ তাঁর সন্তানের পিতা, তাঁকে নিয়ে সে কোনো মন্তব্য করবেন না। আরহানের জন্মদিন উপলক্ষে মালাইকা তাঁর প্রাক্তন স্বামীর সাথে একটি ছবির সাথে 'আওয়ার বেবি বয়' উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
- Related topics -
- সেলিব্রিটি
- মালাইকা অরোরা
- আরবাজ খান
- আরহান খান
- জন্মদিন

