Vande Bharat-AI | বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাইস্পিড ট্রেনের রক্ষণাবেক্ষণের ভার এবার AIর হাতে
বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাইস্পিড ট্রেনের রক্ষণাবেক্ষণের ভার দেওয়া এআই এবং মেশিন লার্নিংয়ের উপর।
এবার ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাইস্পিড ট্রেনের রক্ষণাবেক্ষণের ভার দেওয়া এআই এবং মেশিন লার্নিংয়ের উপর। এর জন্য রেলের বিভিন্ন জ়োনে আলাদা করে বিশেষ রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর জন্য তৈরি করা হয়েছে আধুনিক ট্রেন রক্ষণাবেক্ষণের উপযুক্ত সফটওয়্যারও। যার নাম দেওয়া হয়েছে রিমোট মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লোকোমোটিভস অ্যান্ড ট্রেনস (REMLOT)। এই সফটওয়্যার নিয়ন্ত্রিত প্রযুক্তি বসানো হয়েছে হাওড়া স্টেশন সংলগ্ন ঝিল সাইডিং কোচিং ডিপোতে।