Bangladesh । ভোট নয়, মূল উদ্দেশ্য মুজিবকন্যাকে ‘শাস্তি’ দেওয়া ! বললো ইউনুস সরকার
প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মাস পাঁচেক কেটে গিয়েছে। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এদিন প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন, মুজিব কন্যা হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তই অন্তর্বর্তী সরকারের কাছে এটাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁর বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ৮ আগস্ট মহম্মদ ইউনুস শপথ নেওয়ার পর সাধারণ নির্বাচনের দাবি তুলছিল বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক দল।