Mahua Moitra | ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে স্বস্তি মহুয়ার, এখনই CBI চার্জশিট নয়- নির্দেশ দিল্লি হাইকোর্টের

Friday, November 21 2025, 4:03 pm
highlightKey Highlights

মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য এখন সিবিআইকে অনুমতি দেয়নি লোকপাল।


সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার মামলায় নয়া মোড়। শুক্রবার এই মামলায় দিল্লি হাই কোর্ট সাফ জানিয়ে দিল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এখনই কোনও চার্জশিট দায়ের করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে মহুয়ার সওয়ালকারী নিধেশ গুপ্তা সওয়াল করেন, লোকপালের দেওয়া নির্দেশে ত্রুটি রয়েছে। যতদিন না বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন, ততদিন পর্যন্ত সিবিআই যেন সাংসদকে প্রশ্ন না করে। আপাতত এ বিষয়ে চূড়ান্ত রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। ফলে কিঞ্চিৎ স্বস্তিতে মহুয়া মৈত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File