Mahua Moitra | 'ঘুষ' কাণ্ডে নজরে মহুয়া মিত্র, সিবিআইকে সাংসদের বিরুদ্ধে চার্জশিট জমার নির্দেশ লোকপালের

Saturday, November 15 2025, 3:33 pm
Mahua Moitra | 'ঘুষ' কাণ্ডে নজরে মহুয়া মিত্র, সিবিআইকে সাংসদের বিরুদ্ধে চার্জশিট জমার নির্দেশ লোকপালের
highlightKey Highlights

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল।


বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মিত্র। এ নিয়ে লিখিত অভিযোগও জানিয়েছিলেন তিনি। এরপরই লোকসভায় মহুয়ার সাংসদ পদ বাতিল করেন অধ্যক্ষ ওম বিড়লা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোর্টে গিয়েছেন মহুয়া। যদিও লোকপালের নির্দেশের পর মহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গত বুধবার লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে। চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন লোকপাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File