MS Dhoni | রণবীর কাপুরের অভিনীত চরিত্রে ধোনি! “বেহরা নেহি হুঁ ম্যায়” বলে দিলেন হুঙ্কারও ! হঠাৎ কী হল মাহির?
Tuesday, March 18 2025, 3:38 pm

‘অ্যানিম্যাল’ সিনেমার রণবিজয় সিং রূপে ধোনি! আবার বললেন বিখ্যাত সংলাপ, “বেহরা নেহি হুঁ ম্যায়”! কী হল হঠাৎ মাহির?
‘অ্যানিম্যাল’ সিনেমার রণবিজয় সিং রূপে ধোনি! আবার বললেন বিখ্যাত সংলাপ, “বেহরা নেহি হুঁ ম্যায়”! কী হল হঠাৎ মাহির? আসলে দোরগোড়ায় চলে এসেছে IPL। তার আগে একটি সাইকেল সংস্থার বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায় ‘অ্যানিম্যাল’ সিনেমার রণবিজয় সিংয়ের বেশে। মাথায় বড় চুল। চোখে কালো সানগ্লাস। চারিদিকে ঘিরে কালো পোশাক পরা বডিগার্ড। দিব্যি একটি সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে রাস্তা পার করলেন মাহি। এরপরই পরিচালক বলে উঠলেন ‘কাট’। আর সেই পরিচালক আর কেউ নন, খোদ ‘অ্যানিম্যাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
- Related topics -
- বিনোদন
- মহেন্দ্র সিংহ ধোনি
- রণবীর কাপূর
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভাইরাল