MS Dhoni | খিচুড়ির জন্য চাল ডাল থেকে শুরু করে দুর্গাপ্রতিমা গড়ার খরচও দিচ্ছেন ধোনি, রাঁচির পুজো মণ্ডপেও থাকবেন মাহি?
Monday, September 30 2024, 9:38 am
Key Highlightsরাঁচির এক দুর্গাপুজোর সঙ্গে পরোক্ষ ভাবে হলেও জড়াচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
রাঁচির এক দুর্গাপুজোর সঙ্গে পরোক্ষ ভাবে হলেও জড়াচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচির অফিস পাড়া আয়োজিত দুর্গোৎসবে ভোগের খিচুড়ির জন্য চাল ডাল থেকে শুরু করে, প্রতিদিন প্রসাদের জন্য মিষ্টি, এমনকি দুর্গাপ্রতিমা গড়ার খরচও দিচ্ছেন মাহি। আসলে ধোনির শৈশবের কোচ কেশবের কাঁধে পড়েছে রাঁচির অফিস পাড়া আয়োজিত দুর্গোৎসবের দায় ও ভার। কিন্তু পুজো আয়োজনের খরচ প্রচুর। দুর্গাপুজো করতে লোকবলের পাশাপাশি লাগে পাশাপাশি অর্থবলও। যে কারণেই কেশব তাঁর শিষ্য, ধোনির সঙ্গে যোগাযোগ করেন।

