Ladki Bahin Scheme | ‘লড়কি বহেন যোজনা’-র টাকা পাচ্ছেন ১৪ হাজার পুরুষ! মহারাষ্ট্রে সরকারি কেলেঙ্কারি!
Sunday, July 27 2025, 2:47 pm

সে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের করা সমীক্ষাতেই উঠে এসেছে এই জালিয়াতির ছবি।
মহারাষ্ট্রে সরকারি কেলেঙ্কারি। সম্প্রতি সে রাজ্যে ‘লড়কি বহেন যোজনা’র নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, অনলাইন জালিয়াতি করে রেজিস্ট্রেশন করে ১৪,২৯৮ জন পুরুষ গত ১০ মাস ধরে এই প্রকল্পে টাকা পাচ্ছেন। ৬৫ বছরের বেশি প্রায় ২.৮৭ লক্ষ মহিলারাও দেদার নাম নথিভুক্ত করিয়েছেন এই প্রকল্পে। এর ফলে সরকারের মোট ৪৩১.৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। উল্লেখ্য, ২০২৪এ বিধানসভা নির্বাচনের সময় ২১ থেকে ৬৫ বছর বয়সি মহিলাদের জন্যে এই যোজনা চালু করেছিল একনাথ শিন্ডে সরকার।
- Related topics -
- দেশ
- ক্রাইম
- জালিয়াতি
- নারী
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার
- প্রকল্প