Maharashtra Weather | লাগাতার বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র, ২৪ ঘন্টায় মৃত ১০, উদ্ধার ১১,৮০০জন
Monday, September 29 2025, 8:22 am

গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০ জন। ১১,৮০০জনকে উদ্ধার করা হয়েছে।
প্রবল বর্ষণের কারণে বিপর্যস্ত মহারাষ্ট্র। গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। বন্যার আশঙ্কা ছত্রপতি সম্ভাজিনগরে। সেখানকার ৭,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০ জন। নাসিকে ৪জনের, ধারাশিব ও অহল্যনগরে ৪জনের, জালনা ও ইয়াবত্মালে মোট ২জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র জুড়ে দুর্যোগ নিয়ন্ত্রণে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। এখনও অবধি ১১,৮০০জনকে উদ্ধার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র সরকার
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- প্রাকৃতিক দুর্যোগ
- মৃত্যু