Maharastra | স্বপ্নে মৃত মায়ের 'ডাক', নোট লিখে আত্মহত্যা দশম শ্রেণীতে ৯২ শতাংশ পাওয়া কিশোরের!
Friday, July 25 2025, 2:31 pm
Key Highlights'মায়ের ডাক' পেয়ে আত্মহত্যা করলো দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পাওয়া ওই কিশোর।
মায়ের মৃত্যুর শোকে একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলো ১৬ বছরের মেধাবী শিবশরণ ভুটালি টালকোটি। সবসময় ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখত সে। এরপরই 'মায়ের ডাক' পেয়ে আত্মহত্যা করলো দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পাওয়া ওই কিশোর। মহারাষ্ট্রের সোলারপুরে নোট লিখে সুইসাইড করে সে। ওই নোটে লেখা রয়েছে, “আমি শিবশরণ, আত্মহত্যা করছি। যখন মা চলে গেলেন, তখনই আমায় চলে যাওয়া উচিত ছিল। গতকাল রাতে মা আমার স্বপ্নে এসেছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল আমি এত কষ্টে আছি কেন, বলছিল তাঁর কাছে যেতে।”
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- আত্মহত্যা

