Jamai Sasthi 2025 Nadia | নবদ্বীপে জামাইরূপী মহাপ্রভু শ্রী চৈতন্য! ভুরিভোজের মেনুতে ছিল উপাদেয় সব পদ
Sunday, June 1 2025, 3:55 pm
Key Highlightsনবদ্বীপে শ্রীশ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভু শ্রী চৈতন্যকে জামাই রূপে সাজিয়ে জামাইষষ্ঠী পালন করলেন ভক্তরা।
ষষ্ঠীর দিন নবদ্বীপে শ্রীশ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভু শ্রী চৈতন্যকে জামাই রূপে সাজিয়ে জামাইষষ্ঠী পালন করলেন ভক্তরা। সকালবেলা মহাপ্রভুকে দেওয়া হয়েছিল চিড়ে, দই, মিষ্টি সহ জলযোগ। দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে নিবেদিত হয় মোচার ঘন্ট, কচু শাক, পাঁচ রকমের ভাজা, টক ডাল, ছানার ডালনা, পুষ্পান্ন, চাটনি, দই ও মিষ্টি। দুপুরে বিশ্রামের পর বিকেলবেলা প্রভুকে মিষ্টি ও জল দিয়ে ভোগ দেওয়া হয়। রাতে মহাপ্রভুর মেনুতে থাকবে লুচি, সুজি, পায়েস, মিষ্টি ও ক্ষীর।
- Related topics -
- রাজ্য
- পুজো ও উৎসব
- জামাইষষ্ঠী
- নদীয়া
- নবদ্বীপ

