Mahakumbh 2025 | মহাকুম্ভ মেলায় ব্যাপক আয় উত্তরপ্রদেশের কারিগরদের! ব্যবসা হতে পারে ৩৫ কোটি টাকার

Friday, January 17 2025, 1:18 pm
highlightKey Highlights

প্রয়াগরাজ ডিভিশনের যুগ্ম শিল্প কমিশনার শরদ ট্যান্ডন জানিয়েছেন, ২০১৯ সালের মহাকুম্ভ মেলায় ব্যবসা হয়েছিল ৪ কোটি ৩০ লক্ষ টাকার।


২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ মেলা। এবার ১৪৪ পর অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মহাকুম্ভ। ফলে ১৩ জানুয়ারি থেকে অসংখ্য ভক্তরা ভিড় করছেন এই মেলায়। আর এই মেলাই বর্তমানে গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠে সেরাজ্যের কারিগরদের জন্য।  ‘এক জেলা, এক পণ্য’ প্রদর্শনী চলছে ৬ হাজার বর্গ মিটার জায়গা জুড়ে। প্রয়াগরাজ ডিভিশনের যুগ্ম শিল্প কমিশনার শরদ ট্যান্ডন জানিয়েছেন, ২০১৯ সালের মহাকুম্ভ মেলায় ব্যবসা হয়েছিল ৪ কোটি ৩০ লক্ষ টাকার, সেখানে এবার ৩৫ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File