Mahakal Temple | শুক্রে মহাকাল মন্দিরের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, কী কী থাকবে শিলিগুড়ির এই মন্দিরে?

Friday, January 16 2026, 2:06 pm
Mahakal Temple | শুক্রে মহাকাল মন্দিরের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, কী কী থাকবে শিলিগুড়ির এই মন্দিরে?
highlightKey Highlights

শিলিগুড়ির পর্যটন মানচিত্রকে মহাকাল মন্দির আরও সমৃদ্ধ করে তুলবে বলেই আশা মুখ্যমন্ত্রীর।


শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ার লক্ষ্মী টাউনশিপ এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছে, মোট ১৭.৪১ একর জমিতে শিলিগুড়ির মাটিগাড়ার লক্ষ্মী টাউনশিপ এলাকায় মন্দির তৈরি হবে। কমপ্লেক্সে মূল মন্দিরের সঙ্গে থাকবে মহাদর্শনের জন্য ২১৬ ফুট উঁচু বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি। ব্রোঞ্জের মূল মূর্তির উচ্চতা ১০৮ ফুট। মূর্তি থাকবে ১০৮ ফুট ভিত্তির উপর। মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে ২টি নন্দীগৃহ থাকবে। মন্দিরের সীমানা বরাবর ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ ১২টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File