Digha Jagannath Temple | দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু মহাযজ্ঞ! পোড়ানো হবে ১০০ কুইন্টাল আম-বেলকাঠ, সঙ্গে ২ কুইন্টাল ঘি!
Tuesday, April 29 2025, 7:11 am
Key Highlightsআজ মঙ্গলবার মহাযজ্ঞ। যজ্ঞে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আগামীকাল, অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন জগন্নাথ মন্দির, প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। তার আগে, আজ মঙ্গলবার মহাযজ্ঞ। যজ্ঞে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন সকাল থেকেই দিঘায় সাজো সাজো রব। জগন্নাথ মন্দিরের মধ্যে শুরু হয়েছে মহাযজ্ঞ। এই যজ্ঞর জন্য পুরী থেকে ৫৭ জন এবং ইস্কন থেকে মোট ১৭ জন সেবায়েত এসে উপস্থিত হয়েছেন। মহাযজ্ঞে পোড়ানো হবে ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ, সঙ্গে ২ কুইন্টাল ঘি। বিভিন্ন তীর্থস্থান থেকে মঙ্গল কলসে জল নিয়ে আসা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- দিঘা
- মন্দির
- জগন্নাথ মন্দির

