বাতিল হল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা, করোনা আবহে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Monday, June 7 2021, 11:11 am
Key Highlightsরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১৬ই মে, ২০২১ থেকে আগামী ১৬ই জুন, ২০২১ পর্যন্ত গোটা রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের পরীক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে তাদের পরীক্ষার জন্য অপেক্ষা করছে। কয়েক সপ্তাহ আগে রাজ্যে বোর্ড পরীক্ষার নির্ঘন্ট ঘোষণার কথা জানানো হলেও, তা নানা কারণজনিত বারংবার পিছিয়ে গেছে। কিন্তু এই মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে আগামী ৭ দিনের মধ্যে কি পদ্ধতিতে মূল্যায়ন হবে তা জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।