Madhyamik Exam 2026 | মাধ্যমিকের দিন মিলবে বিশেষ বাস, সহজেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন পরীক্ষার্থীরা

Saturday, January 31 2026, 3:16 pm
Madhyamik Exam 2026 | মাধ্যমিকের দিন মিলবে বিশেষ বাস, সহজেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন পরীক্ষার্থীরা
highlightKey Highlights

মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মিলবে বিশেষ বাস পরিষেবা। ১৫টি বিভিন্ন রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিক পরীক্ষার ৮দিন।


বালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড রুটে চলবে অতিরিক্ত ২ টি বাস। হরিদেবপুর-হাওড়া স্টেশন রুটে ১টি অতিরিক্ত বাস। ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ এবং ঠাকুরপুকুর থেকে হাওড়া রুটে মিলবে বাড়তি ১টি বাস। কাঁকুড়গাছি থেকে বেহালা রুটে চলবে অতিরিক্ত ২টি বাস। কুঁদঘাট-দক্ষিণেশ্বর রুটে চলবে ১টি অতিরিক্ত বাস। দক্ষিণেশ্বর-এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত ১টি বাস মিলবে। গড়িয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে অতিরিক্ত ৪টি বাস। যাদবপুর-হাওড়া রুটে এবং বারাকপুর থেকে হাওড়া পর্যন্ত মিলবে বাড়তি ১টি বাস। সরশুনা থেকে হাওড়া রুটে ১টি অতিরিক্ত বাস মিলবে। দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে ১টি বাড়তি বাস। নিউটাউন-শিয়ালদহ রুটে মিলবে অতিরিক্ত ২টি বাস। ডানলপ থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে ১টি বাড়তি বাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File