Maa Flyover | রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুল!
Friday, April 25 2025, 4:44 pm

প্রায় একমাসের জন্য বন্ধ হতে চলেছে মা উড়ালপুল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে উড়ালপুল।
ফের ভোগান্তির আশঙ্কা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য একমাস বন্ধ থাকবে মা উড়ালপুল। ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত রোজ রাত ১১ টা থেকে সকাল ৬ টা অবধি উড়ালপুল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। সাইন্স সিটি থেকে পিটিএস মুখী অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাতে ওইদিকে যাওয়া গাড়িগুলোকে ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভারের দিকে ঘোরানো হবে। পিটিএসমুখী গাড়িগুলোকে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ দিয়ে ঘোরানো হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মা উড়ালপুল
- উড়ালপুল বন্ধ
- কলকাতা কর্পোরেশন