Luis Suarez | বিপক্ষ কোচের মুখে থুতু! ফাইনাল হারতেই ‘অসংযমী’ সুয়ারেজ, পেলেন শাস্তিও

Saturday, September 6 2025, 6:42 am
highlightKey Highlights

উরুগুয়ের স্ট্রাইকারকে ৬ ম্যাচের জন্য সাসপেন্ড করল মেজর লিগ সকার। শাস্তি পেলেন তাঁর সতীর্থ সের্জিও বুস্কেতসও।


গত রবিবার ছিল লিগস কাপের ফাইনাল। ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের কাছে লুমেন ফিল্ডে ৩:০ গোলে হেরে ট্রফি হাতছাড়া হয় ইন্টার মায়ামির। হারের হতাশায় সংযম হারান উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। উত্তেজনায় সিয়াটলের এক সহকারী কোচ জিনে রামিরেজকে প্রকাশ্যে মুখে থুতু দিয়ে বসেন সুয়ারেজ। এঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেডিয়ামে। এরপরই তাঁকে ছয় ম্যাচের জন্য সাসপেন্ড করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। তাঁর সতীর্থ সের্জিও বুস্কেতসকেও দু’ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File