Lufthansa | গুঞ্জন সত্যি হলো, বিপুল পরিমানে ছাঁটাইয়ের পথে Lufthansa, ক-জনের চাকরি যাবে?
Friday, September 26 2025, 5:53 pm

সংবাদ সংস্থা সূত্রের খবর লুফৎহানসা কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে পারে।
সপ্তাহ তিনেক আগেই গুঞ্জন উঠেছিল। আশঙ্কা সত্যি হলো। সংবাদ সংস্থা সূত্রের খবর, বিপুল পরিমান ছাঁটাইয়ের পথে ইউরোপের সবচেয়ে বড় উড়ান সংস্থা লুফৎহানসা। ২৯ সেপ্টেম্বর, সোমবার আনুষ্ঠানিক এই ঘোষণা করতে পারে সংস্থাটি। বেশ কিছুদিন ধরেই অ্যানালিস্ট এবং বড় বিনিয়োগকারীরা লুফৎহানসার সমালোচনা করে বলছিল, খরচ কমাতে পারছে না সংস্থা। নিজেদের টার্গেটও পূরণ করতে পারেনি তাঁরা। রয়টার্স সূত্রের খবর, আগামী কয়েক বছরে এই উড়ান সংস্থা তাদের কর্মীসংখ্যা ২০% কমিয়ে দিতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান বন্দর
- বিমান
- কর্মী ছাটাই