KKR vs LSG | ঘরের মাঠে ৪ রানে পরাজিত কলকাতা! ২৩৮ রান তুলে বদলার জয় লখনউয়ের!
Tuesday, April 8 2025, 5:33 pm

সামারি.ঠে লখনউয়ের কাছে পরাজিত নাইটরা। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে কেকেআরকে ৪ রানে হারাল লখনউ।
ঘরের মাঠে লখনউয়ের কাছে পরাজিত নাইটরা। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে কেকেআরকে ৪ রানে হারাল লখনউ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে তারা। এদিকে ২৩৮ রান তাড়া করতে নেমে কেকেআরের ওপেনিং জুটি সাফল্য পায়নি। মাত্র ৩৭ রান করে ওপেনিং জুটি। প্রথম ৬ ওভারে কেকেআর করে ৯০ রান। অধিনায়ক ও সহ অধিনায়কের জুটি করে ৭১ রান। কিন্তু রাহানে ও আইয়ার আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। রিঙ্কু ১৫ বলে ৩৮ রান করলেও ৪ রান দূরে থামতে হয়।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- কেকেআর
- কলকাতা নাইট রাইডার্স
- লখনউ
- লখনউ সুপার জায়ান্ট
- ইডেন গার্ডেন