DVC | লাগাতার বৃষ্টির মধ্যেই জল ছাড়তে শুরু করলো ডিভিস! ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলি

Saturday, August 3 2024, 10:36 am
highlightKey Highlights

জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেই জল ছাড়া শুরু হল।


টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেই জল ছাড়া শুরু হল। দুই জলাধার থেকে মোট ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। ডিভিসির জল ছাড়ার ফলে স্বাভাবিকভাবেই একাধিক নদীর জলস্তর বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলি। ইতিমধ্যেই, ময়ূরাক্ষী নদীতে জল বাড়ার ফলে ভেসে গিয়েছে বীরভূমের সাঁইথিয়ার ফেরিঘাট। যার ফলে সাঁইথিয়ার সঙ্গে কার্যত যোগাযোগ বন্ধ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File