Rose Valley | রোজভ্যালিতে বিনিয়োগকারীদের জন্যে বড়ো স্বস্তি, ফেরত পাওয়া যাবে মূলধন
Friday, March 14 2025, 4:14 pm

বিরাট স্বস্তি পেতে চলেছেন রোজভ্যালিতে বিনিয়োগ করে টাকা হারানো ব্যক্তিরা। বিনিয়োগকারীর বকেয়া অর্থ ফেরানো সম্ভব হবে বলেই আশা করছে সংশ্লিষ্ট মহল।
বৃহস্পতিবার, ১৩ মার্চ ওডিশার ভুবনেশ্বরের একটি আদালত রোজভ্যালির বাজার থেকে তোলা এবং পরবর্তীতে বাজেয়াপ্ত হওয়া টাকার মধ্যে ৩৩২.৭ কোটি টাকা 'রিলিজ' করার অনুমতি দিয়েছে। আদালত সূত্রে খবর, যারা এই কোম্পানিতে টাকা জমা রেখেছিলেন বা বিনিয়োগ করেছিলেন এবং পরবর্তীতে টাকা ফেরত পাননি তাঁদের মূলধন ফেরত দেওয়া হবে। ওই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'ফিক্সড ডিপোজিট' হিসাবে রক্ষিত ছিল। এই টাকা 'রিলিজ' করার আবেদন জানিয়েছিল বিনিয়োগকারীরা। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
- Related topics -
- দেশ
- অর্থনৈতিক
- রোজ ভ্যালি
- বৈদেশিক বিনিয়োগ
- ভুবনেশ্বর
- আদালত
- টাকা উদ্ধার
- আর্থিক প্রতারণা
- আর্থিক সংকট