আন্তর্জাতিক

Los Angeles Wildfire | অবশেষে ১০০ শতাংশ নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের ‘সানসেট ফায়ার’!

Los Angeles Wildfire | অবশেষে ১০০ শতাংশ নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের ‘সানসেট ফায়ার’!
Key Highlights

লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়েছে নয় হাজার বাড়ি।

অবশেষে ১০০ শতাংশ নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের ‘সানসেট ফায়ার’। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়েছে নয় হাজার বাড়ি। লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন একাধিক হলিউড তারকা। প্যারিস হিল্টন, জেমি লি কার্টিস, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুরের বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই বিধ্বংসী আগুন নেভানোর কাজে ডাকা হয় অবসরপ্রাপ্ত দমকলকর্মীদের, হেলিকপ্টার থেকে জল ছেটানো হচ্ছিল হলিউড হিলসের বিভিন্ন অংশে।