আন্তর্জাতিক

Los Angeles Fire | দাবানলে জেরবার লস অ্যাঞ্জেলস, ঝোড়ো হাওয়ার দাপটে আবার আগুন লাগলো নিকটবর্তী শহরে

Los Angeles Fire | দাবানলে জেরবার লস অ্যাঞ্জেলস, ঝোড়ো হাওয়ার দাপটে আবার আগুন লাগলো নিকটবর্তী শহরে
Key Highlights

দাবানলের থাবা কিছুতেই পিছু ছাড়ছে না লস অ্যাঞ্জেলেসের। এই শহরের অদূরেই বুধবার নতুন করে দাবানল ছড়িয়েছে। ঝোড়ো হাওয়ার জেরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছ বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

নতুন বছরেই শুরুতেই ভয়াবহ দাবানলে ধুলিসাৎ হয়েছিল লস অ্যাঞ্জেলস। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়েছিল, গৃহহীন হয়েছিল লক্ষাধিক মানুষ। বুধবার ফের নতুন করে আগুন লাগলো লস অ্যাঞ্জেলস থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত ক্যাস্টাইক লেক সংলগ্ন এলাকায়। ঝোড়ো হাওয়ার দাপটে প্রায় ৮ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। নিকটবর্তী জেলখানা থেকে সরানো হয়েছে বন্দিদের। এমার্জেন্সি অ্যালার্ট জারি করে প্রায় ৩১ হাজার মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরতে নির্দেশ দিয়েছে প্রশাসন।