London train stabbing | চলন্ত ট্রেনে পরপর ছুরির কোপ যাত্রীদের, রক্তারক্তি লন্ডনে, আহত কমপক্ষে ১০

Sunday, November 2 2025, 4:33 pm
highlightKey Highlights

শনিবার রাতে ব্রিটেনের ক্যামব্রিজশায়ারের হান্টিংডনে এক লন্ডনগামী ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।


লন্ডনগামী একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। সূত্রের খবর, শনিবার ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। রাত প্রায় সাড়ে সাতটার দিকে ট্রেন ব্রিটেনের ক্যামব্রিজশায়ারের হান্টিংডনে পৌঁছতেই আচমকাই এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়। গোটা ট্রেনে যাত্রীদের চিৎকার-চেঁচামেচিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File