হ্যাভলক নয়, এবার থেকে লন্ডনের রাস্তা চিহ্নিত হবে গুরু নানকের নামে ।

Tuesday, December 1 2020, 7:52 am
highlightKey Highlights

গুরু নানকের জন্ম তিথিতেই তাঁর নামে একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিল ব্রিটিশ ক্যাবিনেট। লন্ডন ব্যুরো অফিস থেকে জানানো হয়েছে, ব্রিটিশ ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৪ জুলাই। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার জন্য গুরু নানকের জন্মদিনটিকেই বেছে নেওয়া হয়েছে। কিংস স্ট্রিট এবং মেরিক রোডের সংযোগকারী রাস্তাটি এতদিন হ্যাভলক রোড নামে পরিচিত ছিল। কিন্তু ভারতীয়দের উপর উৎপীড়নের সেই কুখ্যাত ইতিহাসকে আর সম্মান জানাতে রাজি নয় ইংল্যান্ড। তাই হ্যাভলক রোড এখন থেকে পরিচিত হবে গুরু নানক রোড নামেই। প্রসঙ্গত, লন্ডনে সবচেয়ে বেশি শিখ বসতি এই রাস্তাকে ঘিরেই। এখানেই আছে লন্ডনের সবচেয়ে বড়ো গুরুদোয়ারাও। সেইসঙ্গে এদেশের শান্তির প্রচারকের নাম চিরস্থায়ী হয়ে থাকল লন্ডনের বুকেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File