কোভিড ১৯পাটনা হাইকোর্টের নির্দেশে আগামী ১৫ই মে পর্যন্ত বিহারে লকডাউন ঘোষণা করল সরকার
দেশে রোজই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, যত দিন যাচ্ছে ততই লাগামছাড়া হচ্ছে মারণ ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণে লাগাম টানতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১৫ই মে পর্যন্ত বিহারে লকডাউন জারি করেছেন। এই সময়কালীন রাজ্যজুড়ে বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল, ক্লাব, জিম, পার্ক, স্কুল, কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ইত্যাদি। পাশাপাশি সন্ধ্যে ৬টা পর্যন্ত বাজার অর্থাৎ সবজি, ফল, ডিম, মাছ, মাংসের দোকান খোলা থাকবে। এক-তৃতীয়াংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ চলবে; কিন্তু বিকেল ৫টার মধ্যে সেই দফতরগুলিও বন্ধ করতে হবে।