Local Train Cancelled | শিয়ালদহ বনগাঁ শাখায় বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল, সিগন্যাল পয়েন্ট বিকলের জেরে প্রবল বিপাকে যাত্রীরা
Wednesday, September 24 2025, 5:12 pm

দত্তপুকুরে পয়েন্ট খারাপ হয়ে যাওয়ায় কারণে আচমকা ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচলে।
আজ সন্ধ্যা পাঁচটা কুড়ি নাগাদ দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি পয়েন্ট খারাপ হতেই আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচলে সমস্যা হয়েছে বলে খবর। এর জেরে শিয়ালদহ থেকে বনগাঁমুখী এবং বনগাঁর দিক থেকে শিয়ালদহগামী ট্রেনগুলি পরপর স্টেশনে দাঁড়িয়ে যায়। অফিস টাইমে নিত্যযাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়। রেলের তরফে দ্রুত কাজ শুরু হয়। প্রায় ১ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর জেরে এসি লোকাল-সহ সমস্ত লোকাল ট্রেনই গন্তব্যে লেটে পৌঁছোয়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শিয়ালদহ স্টেশন
- শিয়ালদহ
- শিয়ালদহ
- ট্রেন অবরোধ
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন
- ট্রেন বাতিল
- স্থানীয় ট্রেন পরিষেবা
- বনগাঁ