Railway | কুয়াশার জেরে গতি হারাবে লোকাল ও দূরপাল্লার ট্রেন, শীত বাড়তেই সমস্যায় রেলযাত্রীরা
Wednesday, November 13 2024, 1:07 pm
Key Highlightsকুয়াশার কারণে ট্রেন চালকদের দেখার সমস্যা হয়। ফলে যাত্রীসুরক্ষায় নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলবে ট্রেন।
এখন থেকেই বেলা বাড়তে লাগছে ঠান্ডা ঠান্ডাভাব। সকালের দিকে থাকছে কুয়াশাও। এর জেরে দুর্ভোগের পালা বাড়তে চলেছে রেলযাত্রীদের। কারণ এই কুয়াশার কারণে ট্রেন চালকদের দেখার সমস্যা হয়। ফলে যাত্রীসুরক্ষায় নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলবে ট্রেন। অর্থাৎ ঘন কুয়াশায় গতি হারাবে লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলি। স্বভাবতই গন্তব্যে পৌঁছতে দেরি হবে রেলযাত্রীদের। ইতিমধ্যেই ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিমি গতির সুপার ফাস্ট ট্রেনগুলির দৌড়ের সীমা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ট্রেন
- লোকাল ট্রেন
- কুয়াশাচ্ছন্ন
- আবহাওয়া

