শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের রায় সংরক্ষিত রাখল বিশেষ NDPS আদালত, স্বস্তি মিললো না বৃহস্পতিবারও

Thursday, October 14 2021, 4:11 pm
শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের রায় সংরক্ষিত রাখল বিশেষ NDPS আদালত, স্বস্তি মিললো না বৃহস্পতিবারও
highlightKey Highlights

দুর্গাপুজোর আবহে উৎসবের মরশুম দেশজুড়ে ,তবে অন্ধকার নেমে এসেছে মন্নতে। নবরাত্রিতেও জেলেই বন্দি থাকবে আরিয়ান খান। বৃহস্পতিবার বিশেষ এনডিপিএস আদালত আরিয়ান খানের জামিনের শুনানি শেষে রায় সংরক্ষিত রাখল। এই শুনানির দিকেই আজ নজর ছিল গোটা দেশের। এদিন সিনিয়র আইনজীবী অমিত দেশাই আরিয়ানের হয়ে কোর্টে সওয়াল করেন, অন্যদিকে এনসিবির পক্ষ রাখেন এএসজি অনিল সিং। দুই পক্ষের ম্যারাথন সওয়াল জবাবের পর এনডিপিএস আদালতের বিচারক ভিভি পাটিলের আরিয়ান-সহ মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনের রায় সংরক্ষিত রাখেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File