Pahalgam Terror Attack | মৃতের তালিকা প্রকাশ, পহলগাঁও হামলায় খুন ৩ পশ্চিমবঙ্গবাসী !

Wednesday, April 23 2025, 6:01 am
highlightKey Highlights

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় এই নিয়ে রাজ্যে তিনজনের মৃত্যুর কথা জানা গেল।


গতকাল পহেলগাঁওয়ের বাইসারানে ভয়াবহ জঙ্গি হামলার সম্মুখীন হয়েছে পর্যটকেরা। মঙ্গলবার রাতে সরকারিভাবে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। মৃতদের মধ্যে রয়েছে এ রাজ্যের ৩ জন। কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র, কর্মসূত্রে হায়দ্রাবাদের আইবি অফিসার। সমীর গুহ, কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, বাড়তে পারে মৃতের সংখ্যা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File