শেষরক্ষা হলোনা, অন্তঃসত্ত্বা খুনে মৃত্যুদণ্ড কার্যকর হল লিসার

Thursday, January 14 2021, 6:50 am
শেষরক্ষা হলোনা, অন্তঃসত্ত্বা খুনে মৃত্যুদণ্ড কার্যকর হল লিসার
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষ মুহূর্তের স্থগিতাদেশ উঠে যাওয়ায় শেষ রক্ষা হল না লিসার। গত সাত দশকে আমেরিকায় মৃত্যুদণ্ড প্রাপ্ত একমাত্র মহিলাবন্দি লিসা মন্টগোমারির সাজা কার্যকর হল। বুধবার ভোর রাতে ইন্ডিয়ানার এক কারাগারে ইঞ্জেকশন প্রয়োগ করে তার সাজা কার্যকর করা হয়েছে। ২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে, তাঁর পেট চিরে গর্ভস্থ শিশু চুরির অপরাধে দোষী সাব্যস্ত হয় লিসা। অতিরিক্ত রক্তপাতের ফলে মৃত্যু হয় ববি জো স্টিনেট নামে ২৩ বছরের আক্রান্ত তরুণীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File