Liquor Shops Closed | দশমীতে বন্ধ মদের দোকান, মনখারাপ সুরাপ্রেমীদের, আগাম স্টক তুলবেন কীভাবে?
Tuesday, September 30 2025, 12:18 pm
Key Highlightsযাঁরা পুজোর ক’টা দিন ধরে বন্ধু-বান্ধবের সঙ্গে ছোটখাটো সেলিব্রেশন করেছিলেন, দশমীতেও যাঁদের গলা ভেজানোর পরিকল্পনা ছিল তাঁদের কিন্তু আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই।
আগে দুর্গাপুজোর অষ্টমীতে রাজ্যে গোটা দিন বন্ধ থাকত মদের দোকান। একইসঙ্গে বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। ২০১৬ সাল থেকে এই ‘ড্রাই ডে’র নিয়ম পুরোপুরি উঠে যায়। এবারে বিজয়া দশমী পড়েছে ২রা অক্টোবর। ওইদিন আবার গান্ধী জয়ন্তীও। ড্রাই ডে হওয়ার কারণেই সেদিন গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ পুজোর গতে একদিনের জন্য থামকাবে পেগ তোলার আসর। ফলে অষ্টমীতেই আগাম স্টক তুলে রাখতে হবে সুরাপ্রেমীদের। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মদের দোকানে লম্বা লাইন।
- Related topics -
- শহর কলকাতা
- দূর্গা পুজো ২০২৫
- দুর্গাপুজো
- কলকাতা পুরসভা

