Lionel Messi | GOAT Tour: ১৪ বছর পর ভারতে আসছেন সর্বকালের সেরা! কলকাতায় কবে পা রাখছেন মেসি?

Friday, October 3 2025, 3:17 am
highlightKey Highlights

নিজেই ভারতে আসার কথা নিশ্চিত করলেন লিও মেসি। কবে কোথায় যাবেন, কতদিন থাকবেন ভারতে, সবই নিশ্চিত করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন।


২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এই ম্যাচেই জাতীয় দলে নেতৃত্বের অভিষেক হয়েছিল মেসির। দীর্ঘ ১৪ বছর পর মেসি ফিরছেন কলকাতায়, শুধু ক্যাপ্টেন নয়, সর্বকালের সেরা হয়ে। এই সফরের নাম GOAT Tour। তাঁর কাছে ভারত সফর স্পেশাল। কবে কোথায় যাবেন, কতদিন থাকবেন ভারতে, সবই নিশ্চিত করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন। ডিসেম্বরের ১৩ তারিখ কলকাতায় আসছেন লিও মেসি। সল্টলেক স্টেডিয়ামে তাঁর আসার তোড়জোড় শুরু হয়েছে। কলকাতা থেকে মেসি যাবেন আমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File