Lionel Messi | কেরালায় মেসির ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, আসবেন না জার্সি নম্বর '10'!

Thursday, October 16 2025, 5:42 pm
highlightKey Highlights

আর্জেন্টিনীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ওই সময় মেসির আর্জেন্টিনার কেরল সফর বাতিল হতে পারে।


কথা ছিলো নভেম্বরে কেরলে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। তবে সে গুড়ে বালি। জানা গিয়েছে, আন্তর্জাতিক বিরতির কারণে মেসির আর্জেন্টিনার কেরল সফর বাতিল হতে পারে। সাংবাদিক গ্যাস্টন এডুল এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘অ্যাঙ্গোলার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ নিশ্চিত। কিন্তু কেরলে ম্যাচ ‘সম্ভবত বাতিল’। যদিও আয়োজকরা জানিয়েছেন, “কেরলে ম্যাচ বাতিলের বিষয়ে কোনও তথ্য আমাদের নেই।” উল্ল্যেখ্য, ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘গোট কনসার্টে’ দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File