Lionel Messi | চোট সারিয়ে ফিরে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি, এবার নেবেন অবসর? বক্তব্যে জল্পনা
Friday, August 29 2025, 4:51 am
 Key Highlights
Key Highlightsম্যাচের পর তাঁর সাক্ষাৎকারেই ইঙ্গিত, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন আর্জেন্টাইন মহাতারকা।
বুধে লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলেন লিওনেল মেসি। ম্যাচের পর তাঁর সাক্ষাৎকারে পাওয়া গেলো অবসরের ইঙ্গিত। তিনি বললেন, “জানি না ওই ম্যাচটার পরে আর কোনও ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা। তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল। আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন, আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে। তারপরে কী হবে, এখন জানি না।” ফ্যানেদের আশঙ্কা হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।
-  Related topics - 
- খেলাধুলা
- লিওনেল মেসি
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- অবসর

 
 